এইবেলা, কমলগঞ্জ :: পর্যটনের অপার সম্ভাবনাকে আরও আকৃষ্ট করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের অর্থায়নে রোববার ০১ ডিসেম্বর স্মারকটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। লেইক ভিউ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তুলতে উপজেলা প্রশাসনের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক “ও খঙঠঊ কঅগঅখএঅঘঔ” প্রাাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক স্মারক। দৃষ্টিনন্দন আর আধুনিকতার রূপ নিয়ে মাধবপুর লেইক এর প্রবেশ মুখে নামে নির্মিত স্মারকের শুভ উদ্বোধন করা হয়।#
Leave a Reply