ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ (৭ই ডিসেম্বর, ২০২৪ইং) রোজ শনিবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক আয়োজিত “টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৯.০” ক্যাম্পাস ড্রাইভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আনুমানিক দুপুর ১ টায় নিটার কনফারেন্স রুমে আয়োজিত হয়।আয়োজনের বিশেষ অতিথি হিসেবে জনাব সাইদ ইকবাল রিজভী (ম্যানেজিং ডিরেক্টর, সামিট ক্যামিকেল ডাই লিমিটেড), জনাব. সঞ্জয় সাহা (এজিএম, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট), নিটারের চতুর্থ ব্যাচের অ্যালামনাই জনাব. রাহাবার হোসেন আকাশ (এজিএম, বিজনেস ডেভলপমেন্ট, টেক্সটাইল টুডে) এবং ফয়সাল আহমেদ হৃদয় (কো-অর্ডিনেটর, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট) উপস্থিত ছিলেন। এছাড়াও নিটারের পরিচালক ড. মো. শাহরিয়ার সবুক্তাগীন (ভারপ্রাপ্ত) -সহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা প্রোগ্রামটিতে উপস্থিত হয়েছিলেন।
প্রোগ্রামে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান মতামত জানান এবং ইন্ডাস্ট্রিতে জব লাইফ রিলেটেড বিভিন্ন গাইডলাইন দেন। এবং নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন।
সর্বশেষ কুইজ রাউন্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আগ্রহ এবং উৎসাহ ছিলো নজরকাড়া। এরূপ আয়োজন তাদের ভবিষ্যতের পথনির্দেশ দিবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।#
Leave a Reply