এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান ১৮ ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছে। কুলাউড়া খাদ্যগুদামে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম ইনচার্জ অলক বৈষ্ণব প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম জানান, এবারে কুলাউড়া উপজেলায় কৃষক পর্যায় থেকে মোট ১২০১ মেট্রিক টন ধান সংগ্রহের টার্গেট দেয়া হয়। উদ্বোধনী দিনে ৩ জন কৃষকের কাছ থেকে মোট ৯ মেট্রিক ধান সংগ্রহ করা হচ্ছে। প্রতিমন ধান কৃষকের কাছ থেকে ১৩২০টাকা দরে কেনা হচ্ছে। অথচ মাঠ পর্যায়ে ধানের দাম ১২শ থেকে সাড়ে ১২ শ টাকা। দাম অনেকটা কাছাকাছি হওয়ায় কৃষকরা গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না। ফলে ধান কেনার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা বেশি।###
Leave a Reply