বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জিতে শনিবার প্রাক-বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ৩ শতাধিক উপকারভোগি শিক্ষার্থীর মাঝে বার্ষিক উপহার সামগ্রি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাহমিনা আক্তার।
আন্তর্জাতিক সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ পাহাড়ি ও সমতলের সুবিধা বঞ্চিত শিশু ও যুবক-যুবতীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করছে।
প্রকল্প সভাপতি প্রবিনসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক টারজেং পাপাংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক উপহার সামগ্রি বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, লুমডন বক ডেপলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, প্রজেষ্ট ম্যানেজার পিউস পঃস্না, মাধব খাসিয়া পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ানবর এল.গিরি, প্রকল্প সমন্বয়ক লাভলী, সুছিয়াং, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি মোহন লাল রিকমুন, সমাজসেবক পাইলট মারলিয়া প্রমুখ।
Leave a Reply