কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল। নতুন বাইসাইকেল পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্য্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নতুন বাইসাইকেল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীলসমাজ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,প্রধান উপদেষ্টার কার্য্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply