নিটার প্রতিবেদন :: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ নতুন বছরের প্রথম ইভেন্ট হিসেবে আয়োজন করা হচ্ছে “Building The Spark: Team Building Event”। নিটার ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ইভেন্টটির লক্ষ্য ক্লাবের সদস্যদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করা এবং নতুন বছরে ক্লাবের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা।
সম্প্রতি নিটার ক্যারিয়ার ক্লাব সফলভাবে আয়োজন করেছিল জাতীয় প্রতিযোগিতা “স্পার্ক ট্যাঙ্ক’২৪”, যা নিটারের শিক্ষার্থীদের মধ্যে বিশাল সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন বছর শুরু হচ্ছে “Building The Spark” ইভেন্টের মাধ্যমে।
এ ইভেন্টে শিক্ষার্থীদের জন্য থাকছে নানা ধরনের আকর্ষণীয় কার্যক্রম। পুরো দিনজুড়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন গেইম, সাংস্কৃতিক পরিবেশনা এবং দলগত কার্যক্রম। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নাস্তার আয়োজন এবং বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ গিফট ভাউচার। এই ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন বিনোদনের সুযোগ পাবেন, তেমনই শিখতে পারবেন দলগতভাবে কাজ করার কৌশল।
নিটার ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভেন্টটির রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে এবং বিস্তারিত তথ্য ক্লাবের অফিশিয়াল অনলাইন পেইজে প্রকাশ করা হবে। ক্লাবের নেতৃবৃন্দ আশা করছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ এ ইভেন্টকে সফল করে তুলবে এবং ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, নিটারের সাংবাদিক সমিতির সদস্যদেরও এ ইভেন্টে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিক সমিতি এবং ক্যারিয়ার ক্লাবের সমন্বয়ে এই আয়োজন নিটার ক্যাম্পাসে একটি উদাহরণ সৃষ্টি করবে।
ক্লাবের সভাপতি জানিয়েছেন, “শিক্ষার্থীদের দক্ষতা ও দলগত মনোভাব উন্নত করতে এ ধরনের ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি, ইভেন্টটি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
এ ধরনের আয়োজন নিটার ক্যাম্পাসে শুধু শিক্ষার্থীদের বিনোদন নয়, বরং তাদের সামাজিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি বড় ভূমিকা পালন করবে। এই ইভেন্ট নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য নতুন বছরের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।#
Leave a Reply