বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল আবেদীন, পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন ও ছাত্রলীগ কর্মী ইসতিয়াকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
উপজেলার যুবলীগের সহসভাপতি নাজমুল আবেদীন ২০১০ সালে জামায়াত সমর্থক মাহতাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গত বছরের ২৭ আগষ্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। অপরদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাপাদারের হত্যা চেষ্ঠা মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার ৩ আসামিকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply