কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির ২১ সদস্য নতুন আহবায়ক কমিটিতে ঠাঁই হয়নি অনেক ত্যাগী নেতাদের।
ঘোষিত উপজেলা আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক অলি আহমদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য-দুরুদ আহমদ, মো. শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মো. আলম পারভেজ চৌধুরী সোহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, তাজ উদ্দিন তাজু, তোফায়েল আহমদ চৌধুরী, মো. শামীমুল আহসান (শামীম), লোকমান হোসেন চৌধুরী, মো. সবুজুর রহমান, সিরাজুল ইসলাম, আহমেদুর রহমান খোকন, বাবুল হোসেন চৌধুরী, বীরবল প্রসাদ পাল, নজরুল ইসলাম মনির ও আনসার শুকরানা মান্না।
এদিকে কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক সুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার শুকরানা নান্না, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর ও শফিকুর রহমান। সদস্য-ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, আবু ইব্রাহিম জমশেদ, সৈয়দ জামাল হোসেন, সৈয়দ খালেদ মাহমুদ, সৈয়দ রকিব উদ্দিন, আব্দুস সালাম, শিউলী আক্তার শাপলা, শেখ জসিম উদ্দিন শাকিল, রবিউল ইসলাম অভি, আবু সাদাত মো. সায়েম শামীম, আবু সুফিয়ান, মো. রাসেল হাসান বক্ত, মো. নোমান আলী, কে এস হেলাল খসরু, ইয়াদুল হাসান চৌধুরী, মো. হারুনুর রশিদ ও আব্দুস শহীদ।
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির বেশ কয়েকজন সাবেক নেতা জানান, বিশেষ করে যারা দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, মামলা এবং জেল-জুলুমের মুখোমুখি হয়েছেন, তাদের প্রতি এই কমিটিতে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। দলের প্রতি নিবেদিতপ্রাণ, অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের উপেক্ষা করে কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিগত সময়ে দলীয় আন্দোলনে নিষ্ক্রিয় ও নিরাপদ দুরত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে যারা দলের দুঃসময়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply