সিলেট প্রতিনিধি :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর প্রতিনিধিদের মধ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার সিলেট গার্ডেন টাওয়ারস্থ কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর সভাপতিত্বে, সদস্য সচিব সাংবাদিক তোফায়েল আহমদ এর সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ খান, সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কর আইনজীবী মো. জহিরুল ইসলম রিপন, সাপ্তাহিক ইউনানী কণ্ঠ পত্রিকার সম্পাদক ও গণমাধ্যম কমিশনের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন,বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, গণমাধ্যম কমিশনের সিলেট জেলা কমিটির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিন রশীদ (ফুয়াদ),গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির কার্যকারি সদস্য নাজিম উদ্দিন, গণমাধ্যম কমিশিনের যুগ্ম আহ্বায়ক বাদল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের হবিগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম নাহিদ,দৈনিক জাগ্রত কন্ঠের প্রতিনিধি মামুন আহমদ,ব্যুরো প্রধান দৈনিক আজকের জনবাণীর হাফিজুল ইসলাম লস্কর, তালাশ টিভি ও সিলেট টু আমেরিকা’র অনলাইন পোর্টাল এর প্রতিনিধি মো. লিমন আহমদ, সাংবাদিক মোর্শেদ আহমদ, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসমাইল আলী টিপু, সারুক উদ্দিন, মাও. আব্দুল হাছিব, সিলেট টাইমস এর গোলাম রব্বানী, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার ফুজায়েল আহমদ, হোসেন আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা তাদের এক প্রতিক্রিয়ায় বলেন,সাংবাদিকতা হলো একটি মহান পেশা। বর্তমানে বিভিন্ন অপরাধের সাথে জড়িতরা কৌশলে সাংবাদিকতায় ঢুকে পড়ছে। যে কারণে এই মহান পেশার সুনাম এবং মর্যাদা দিন-দিনই ক্ষুন্ন হচ্ছে। তবে পেশাদার সাংবাদিকরা দেশ ও জাতির সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ কখনোই করে না। তাই প্রকৃত সাংবাদিকরাই সত্যিকার অর্থে দেশ ও সমাজ উন্নয়ন ও অগ্রসরের অংশ। সাংবাদিকদের কল্যাণে সমাজের আসল চিত্র সবার সামনে চলে আসে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাংবাদিকতাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply