আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মধ্যরাতে শ্বশুড় বাড়ি গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ : স্বামী আটক হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশ ফুটবল দল ঘোষণা কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান উন্নয়নে শুধু সমতল নয়, চরাঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক  কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে আটক বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা কুলাউড়ায় ভূমি মেলায় গণশুনানীতে হাজারো আবেদনের নিষ্পত্তি ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন রাষ্ট্র কাঠামোতে হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
oplus_2

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষা বৃত্তি প্রদান করেছে হাজীপুর আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট ভবনে ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আজীবন পরিচালক, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও তোয়েল আহমদ চৌধুরী এর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ।

অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এহছানুল বারী চৌধুরী সেলিম, ট্রাস্টের পরিচালক নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, পাইকপাড়া এম এ আহাদ কলেজের অধ্যক্ষ মো. হানিফ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ,পাইকপাড়া এম এ আহাদ কলেজের শিক্ষকগনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. আবেদ চৌধুরী বলেন, বর্তমান ছাত্র সমাজ কপি পেষ্ট মোবাইল নিয়ে ব্যস্থ। ছাত্ররা নিজে থেকে মোবাইল ছেড়ে হাতে লেখা ভালো করতে পারলে সফলতা বাড়বে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রাখলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

উল্লেখ্য, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট থেকে ২০২৩ সালে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজ। প্রতি বিদ্যালয়ে ১৫ জন ও কলেজে ৪ জন করে মোট ৫৩ জনকে শিক্ষাবৃত্তি ১ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews