ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ সদস্যের পদত্যাগ ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ সদস্যের পদত্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মধ্যরাতে শ্বশুড় বাড়ি গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ : স্বামী আটক হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশ ফুটবল দল ঘোষণা কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান উন্নয়নে শুধু সমতল নয়, চরাঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক  কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে আটক বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা কুলাউড়ায় ভূমি মেলায় গণশুনানীতে হাজারো আবেদনের নিষ্পত্তি ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন রাষ্ট্র কাঠামোতে হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ সদস্যের পদত্যাগ

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯০সদস্য বিশিষ্ট কমিটির ৩০সদস্য পদত্যাগ করেছেন।
রোববার (২৩ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাবলিক লাইব্রেরি শহিদ মিনারে চত্বরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান।
পদত্যাগ করা জেলা কমিটির সংগঠক ইয়াকুব রহমান শ্রাবণ বলেন, উপজেলায় যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সঙ্গে যোগাযোগ না করে নির্দিষ্ট দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা জেলা কমিটির ৫সদস্য ও উপজেলা কমিটির ২৫ সদস্য পদত্যাগ করছি এবং উপজেলার নতুন কমিটিকে ও পক্ষপাতদুষ্ট কমিটি প্রদানের সাথে যারা জড়িত কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দকে ভূরুঙ্গামারীতে অবাঞ্ছিত ঘোষণা করছি।
জেলা কমিটির সদস্য নয়ন মিয়া নাহিদ জানান, আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই জেলা থেকে ৯০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে জুলাই বিপ্লবে উপজেলায় যারা আন্দোলন-সংগ্রামে সামনে ছিলেন, তাদের উপেক্ষা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ফাইজা তাসমিন ফিমু ও আহত শিক্ষার্থী আহত আব্দুর রহমান শেখ বলেন, ১৬ জুলাই থেকে শুরু করে ০৫ আগস্টে সম্যক সারীর সেই সব বিপ্লবী এবং বর্তমান পর্যন্ত যারা এ বিপ্লবকে সমুন্নত রাখতে ভূরুঙ্গামারীতে কাজ করে চলছে তাদেরকে মাইনাস করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্য এই কমিটি প্রণয়ন করা হয়েছে।
এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৪ ঘন্টা মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, জামাত-শিবির মাঠে ছিলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি তাদের হাতে তুলে দেইনি। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ঘোষ্ঠির বি টিম নয়। আপনারা এখানে হস্তক্ষেপ করবেন না।
উল্লেখ গত ২২ ফেব্রুয়ারি বিকেলে রুকনুজ্জামানকে আহ্বায়ক, খোরশেদ আলমকে সদস্য সচিব, লাবিব শাহরিয়ারকে মূখ্য সংগঠক ও রেবেকা সুলতানাকে মুখপাত্র করে ৯০ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews