বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর বলেছেন, পাকিস্থানি শাসকদের জুলুম নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে পূর্ব পাকিস্থানের জনগণ জেগে উঠতে থাকে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা সংগ্রামের লড়াকু সৈনিকের আত্মত্যাগ ও দীর্ঘ ৯ মাস সংগ্রামের মধ্যদিয়ে ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ নামে এক লাল সবুজের পতাকার বিজয় অর্জিত হয়েছিল।
মূলত বৃটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামদের নেতৃত্বে ৪৭ সালে উপমহাদেশ স্বাধীন হলে এরই পথ ধরে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে বিজয়ী হয়। পাকিস্থানি শাসকদের জুলুম নির্যাতন নিপিড়ন থেকে মুক্ত হয়ে ৭১ সালে স্বাধীনতা ও বিজয় অর্জিত হলেও ভারতীয় আধিপত্য ও আগ্রাসী ভুমিকা আমাদের স্বাধীনতাকে বাধাগ্রস্থ করে তুলায় আমরা পাইনি স্বাধীনতার প্রকৃত স্বাদ।
বিশেষত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিগত ১৫ বছরেরও অধিক সময়ে অপশাসন ও ভারত প্রেম বাংলাদেশকে তাদের অংগরাজ্যের ন্যায় দেশকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে ফেলে। শিক্ষা সাহিত্য সংস্কৃতি, অর্থনীতি, শিল্পসহ প্রশাসন সবকিছু ধ্বংস করে ভারতের আধিপত্যবাদী সরকার। বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকারও ছিল ভূলুণ্ঠিত।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক একেএম শফিউল আলমের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম.এম আতিকুর রহমান, কলেজের একাডেমিক বিভাগের সেক্রেটারি হৃষীকেশ দাস, অধ্যাপিকা সাদিয়া নাইমা হোসেন মাধবী, অধ্যাপক বিধান চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, দীপক চন্দ্র দাস, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র কিবরিয়া আল মাহমুদ, ছাত্রনেতা শাহরিয়ার ফাহিম, আরিফ হোসেন, সুমাইয়া আক্তার, পুস্পিতা দাস প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply