এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরীকে উদ্ধার করেছে পুুিলশ। উপজেলার শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে নিখোঁজের এক সপ্তাহ পর এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানা পুলিশ জানায়, আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মুহিবুর রহমানের কিশোরী মেয়ে নিখোঁজের পর থানায় একটি সাধারণ ডায়েরী করা হলে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমদের নেতৃত্বে একদল পুলিশ শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চদ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#
Leave a Reply