বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সকালে তাদেরকে থানায় সোপর্দ করে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। শুক্রবার বিকেলে আটককৃতদের মধ্য থেকে ৩৫ জনকে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়েছে পুলিশ। অপর ৯ জনের স্বজনরাও জিম্মায় নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- ঝিনাইদাহ জেলার মো. হারুন (৪৫), মাদারীপুর জেলার মো. রনি মুন্সি (৩৩), নুরজাহান বেগম (৫০), ফরিদপুরের মো. মোশারফ (৫৫), নড়াইল জেলার মো. ওহিদুল (৪৬), মোছা: পারভিন (৩৫), মো: শাহরুখ (১১), মো. মারুফ (১৪), নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (৩), হাসিদুল মুন্সী (১), মুর্শিদা বেগম (৯), সুমাইয়া (৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোকছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (৪), সিয়াম (৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (৬), বরগুনা জেলার মো. জাকির (২৮), মোছা. নিপা আক্তার (২২), হেমেলা বেগম (৭৫), আব্দুর রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (৬), ইব্রাহীম (৩) ও জান্নাতুল (১২), খুলনার মোছা. রিবা খাতুন (৩৭), ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (৫), সোহাগ (২), বাগেরহাট জেলার নাজমা পারভীন (৪০), বরগুনা জেলার মো. ওমর (০১)।
জানা গেছে, গত বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। এরমধ্যে ৪৪ জনকে আটক করে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম শুক্রবার বিকেলে জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী সর্বমোট ৪৪ জনকে যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশী নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়। বিজিবির হেফাজতে আরো কয়েকজন অনুপ্রবেশকারি আটক রয়েছে। তাদের পরিচয় সনাক্তের কার্যক্রম চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ১/২ বছর আগে বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে গমণ করে। তারা গুজরাট-গোহাটি এলাকায় বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। সম্প্রতি ভারতীয় পুলিশের গ্রেফতার অভিযানের কারণে অবৈধভাবে তারা বাংলাদেশে প্রত্যাবর্তনের চেষ্টাকালে বিএসএফ তাদের ধরে সীমান্ত পার করে দেয়। বাংলাদেশ অভ্যন্তরে আসার পর স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির নিকট সোপর্দ করে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৪৪ জনকে বিজিবি আটক করে শুক্রবার সকালে থানায় সোপর্দ করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বিকেলের দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। অপর ৯ জনের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তাদেরও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply