বড়লেখা প্রতিনিধি:
আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক বড়লেখা ও জুড়ী শাখায় শনিবার ব্যাংকের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য উদযাপিত হয়েছে। ব্যাংক ভবনে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
বড়লেখা : এনসিসি ব্যাংক বড়লেখা শাখায় বিকেল ৪ টায় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক আমিনুর রহমানের সঞ্চালনায় ব্যাংক ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী শশাংক দত্ত, আব্দুর রহমান, শামিম আহমদ, জুনেদ আহমদ, সবুর আহমদ, ফরিদ আহমদ, দন্ত চিকিৎসক কবির আহমদ প্রমূখ।

জুড়ী : এনসিসি ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক ইশতিয়াক ওয়াহিদের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক ফারুক মিয়ার সভাপতিত্বে বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে আয়োজিত কেককাটা অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ এ মাহবুব মুজিব, প্রথম শ্রেণির ঠিকাদার রুস্মত আলম, মোস্তফা কামাল, আব্দুল হাই কাজল প্রমুখ। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply