ক্যাম্পাস প্রতিবেদন :: নিটার ক্যাম্পাসে নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ২২ মে আয়োজিত হয়েছে বহুল প্রতীক্ষিত “ন্যাশনাল জব ফেস্ট ২০২৫”, বেলা আনুমানিক ১১টায় জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান উৎসবটির শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ জুলহাজ উদ্দিন, মাননীয় ভাইস-চ্যান্সেলর, বুটেক্স। সভাপতিত্ব করেন নিটার-এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, পরিচালক, বিটিএমএ এবং ব্রিগেডিয়ার মোঃ জাকির হোসেন (অব.), সেক্রেটারি জেনারেল, বিটিএমএ।
দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও কোম্পানির অংশগ্রহণে এই জব ফেস্ট রূপ নিয়েছে এক বিশাল কর্মসংস্থান মেলায়, যেখানে চাকরি প্রত্যাশীরা পাচ্ছেন— বিভিন্ন সেক্টরের অসংখ্য চাকরির সুযোগ, কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা এবং নেটওয়ার্কিং-এর বিরল সুযোগ।
আয়োজনে ছিল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার, ওয়ার্কশপ ও প্যানেল ডিসকাশন। এছাড়াও মক ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে পারছেন এবং পেশাদার ক্যারিয়ার কাউন্সিলরের মাধ্যমে সিভি রিভিউ করার সুযোগ।
এটি শুধুমাত্র একটি চাকরির মেলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।
নিটার ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে বলে অভিমত জানিয়েছেন উপস্থিতিদের অনেকে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply