ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ছাতকে জামায়াত, বিএনপি ও আ.লীগসহ একটি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় সোনাই নদী থেকে প্রতিরাতে অর্ধকোটি টাকার অবৈধ বালু উত্তোলন করছে। নৌপুলিশ, বিডিআর ও থানা পুলিশকে ম্যানেজ করে এ অবৈধ বালু উত্তোলন করেছেন বালুখেকোরা। ফলে সবার চোখ বন্ধ। নৌকা দিনের বেলায় নদীর দু’পাড়ে শত শত নৌকা অচল থাকলেও এসব নৌকা রাতে সচল হয়ে ওঠে গভীর রাত পর্যন্ত। শত শত অবৈধ ড্রেজার দিয়ে নৌকা বোঝাই করে বালু লুটপাট চলে রাতভর।
এভাবে এসব নদী থেকে বিভিন্ন এলাকায় প্রায় ১৫ বছরের আওয়ামী লীগের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের নির্দেশে তার প্রাইভেট সেক্রেটারি মোশাহিদ আলী, সৈয়দ আহমদ, পৌর প্যানেল মেয়র তাপস চৌধুরী, আলাউদ্দিন, এমপির ভাতিজা তানভির, উপজেলা যুবলীগের সম্পাদক বিল্লাল আহমদ, সুজনসহ নেতাকমীরা ৫ শত কোটি টাকা বালু পাথর ও ভিট বালু লুটপাট করেছেন। এখনো আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নামধারীরা রাতের অন্ধকারে অবৈধ ড্রেজার দিয়ে লুটপাট চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, ছাতক কর্তৃক অভিযান বালু ভতি নৌকাসহ গ্রেপ্তার মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।
ছাতক ইসলামপুর ইউনিয়নের সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়। ২০১০ সালে ২৬ কোটি টাকার ব্যয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অর্থায়নে নির্মাণাধীন সরকারের প্রকল্প রাবার ড্যামের ৩০ ফুট দূর থেকে বালু উত্তোলনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, রাবারড্যাম বাজার, বাহাদুরপুর বৈশাকান্দি গ্রাম ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সোনাই নদীর পূর্ব এবং পশ্চিম পাড়, ফসল রক্ষা বাঁধের লাগানো ব্ল্নক ধসে পড়েছে। এলাকাবাসীর ক্ষোভ সরকার প্রশাসনের নীরবতায়। সেখানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের লোকজনের নেতৃত্বে প্রতি রাতে ২০০ থেকে ৩০০ নৌকায় করে অবাধে বালু উত্তোলন চলছে। সরকার প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। বালু লুটপাট উত্তোলনের পেছনে রয়েছে থানা পুলিশ ম্যানেজ করা প্রভাবশালী সিন্ডিকেট। জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগ ৩টি গ্রুপের নেতৃত্বে চলছে সোনাই নদীর বালু লুটপাটের কর্মকাণ্ড। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, থানা পুলিশ ম্যানেজ করেই তারা সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
গত রোববার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউপির রাবার ড্রাম্প তথা সোনাই নদী থেকে ইজারা বহির্ভূত অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে আসার সময় চৈলতার ঢালাই নামক এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বালু বোঝাই ০৩ টি নৌকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সাজিব মিয়া (২৭) একই গ্রামের রাজাব আলীর ছেলে কামরান আহমদ (১৯)। তাদের বিরুদ্ধে গত ১৩ জুলাই নৌপুলিশ বাদী হয়ে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) রুজু করেন পুলিশ। গত বোরবার সকালে আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ছাতক নৌপুলিশের ইনচার্জ আনোয়ার মিয়া এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে অবৈধ বালু লুটপাটকারীদের নিয়মিত মামলা ও জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমাদের থানা পুলিশের কেউ জড়িত নয়। তবে কেউ জড়িত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও তরিকুল ইসলাম বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বালুখেকোদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণে জরুরি প্রদক্ষেপ নেওয়া হবে।###
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply