বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে ব্যবসায়ি ও তার ছেলে-মেয়ের গলায় দা ধরে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ে সম্পৃক্ত দুই ছিনতাইকারিকে শুক্রবার বিকেলে সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরান এলাকা থেকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। এরা হচ্ছে- কুলাউড়া উপজেলার মৃত চাঁনমনির ছেলে সেলিম আহমদ অনিক (৩৫) ও এসএমপির শাহপরান থানার মীরমহল্লা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯৯ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত দা, মোটরসাইকেল ও হেলমেট জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার দুই ছিনতাইকারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ৩০ জুলাই দুপুরে বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এরপর তাদের গলায় দা ধরে সুহাদার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরির একটি রুপার চেইন এবং ভিকটিমের জাতীয় পরিচয়পত্র ছিল। এই ঘটনায় ওইদিনই ভুক্তভোগী থানায় মামলা করেন। মামলার পরই থানার ওসি মাহবুবুর রহমান মোল্লার তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাসের সমন্বয়ে একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করে। পরে শুক্রবার রাতে সিলেটের টিকরপাড়া (পীরের বাজার) এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সেলিম আহমদ ও সাকিব আহমদকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা ছিনতাইয়ের কথা স্বীকার এবং পলাতক আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের ৯৯ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply