এইবেলা, শাবি প্রতিনিধি :::
সিনিয়র সাংবাদিক আজিজ আহমেদ সেলিম- এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব। সোমবার ১৯ই অক্টোবর শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী কবীর বলেন, ‘সিলেটের সাংবাদিক জগতের অন্যতম অভিভাবক আজিজ আহমেদ সেলিম- এর অভাব অপূরণীয়। সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমেদ সেলিম প্রজ্ঞা ও নিষ্ঠার সাথে সিলেট তথা বাংলাদেশের সাংবাদিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু সাংবাদিকতাই নয়, আজিজ আহমেদ সেলিম তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন জীবনের প্রতিটি পর্যায়ে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ আজিজ আহমেদ সেলিমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৮ই অক্টোবর, ২০২০ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply