নিটার প্রতিবেদন ::
সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) প্রাঙ্গণে গত ৬ আগস্ট ২০২৫ (বুধবার) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সদস্য মিল সার্ভে বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ১৫ জন শিক্ষক এবং ৬৫ জন শেষ বর্ষের শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীদের বিটিএমএ সার্ভে টিমে অন্তর্ভুক্ত করে বিভিন্ন কারখানা পরিদর্শন, মেশিনপাতি পর্যবেক্ষণ, রিপোর্ট প্রস্তুতকরণ এবং তথ্য সংগ্রহের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে তারা শিল্পখাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএমএ’র পরিচালক ও নিটারের গভর্নিং বডি (জিবি) সদস্য মো. খোরশেদ আলম। তিনি সার্ভের পদ্ধতি ও কার্যপ্রণালী নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া নিটারের পরিচালক, শিক্ষকবৃন্দ এবং বিটিএমএ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টেক্সটাইল খাতের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply