বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনোরাই পেলেন আবারও নেতৃত্বের দায়িত্ব। শনিবার পৌরশহরের পানিধারে একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কাউন্সিলরদের ভোটে আসেনি কোনো পরিবর্তন। পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ নির্বাচিত হন।
শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় ভোট গুনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, নবনির্বাচিত প্রার্থীসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিনিয়র সহসভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপি নেতা জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১০ ভোটারের মধ্যে ৭০০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply