বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২৪ ইংরেজি সনের বার্ষিক পরিক্ষায় ক্লাসওয়ারী কৃতিত্বের সাথে উর্ত্তীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রহমানিয়া ছাত্র সংসদ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় মাদ্রাসা হল রুমে রহমানিয়া ছাত্র সংসদের উদ্যোগে কৃতিত্বের সাথে উর্ত্তীন ১৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্টানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ সিজান আহমদ ও নাতে রাসূল পরিবেশন করেন আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথমে তোমাদের লক্ষ্য ঠিক করতে হবে। মোবাইলে সময় নষ্ট না করে বই এর প্রতি মনোযোগী হতে হবে। প্রতিদিন ক্লাসে আসতে হবে। এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বাড়াতে হবে। আজ যাদেরকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাদের মেধার মূল্যায়ন করা হচ্ছে। শুধু ভালো রেজাল্ট নয়, তোমরা নিজেকে নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে। সময় মত নামাজ পড়তে হবে।
অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরীর সভাতিত্বে ও রহমানিয়া ছাত্র সংসদের জি,এস মঞ্জুর আহমদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী, আরবী প্রভাষক মাওলানা আছাব উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা মাহবুবুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ভিপি আব্দুল বাকি, শিক্ষার্থীদের মধ্যে ইসমাইল হোসেন, জুমা বিনতে জামালী,নাজাত বিনতে জামালী, সালমা বেগম, আরাফাত ইসলাম।
সংসদের ভিপি আব্দুল বাকি বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই রহমানিয়া ছাত্র সংসদ মেধাবীদের সংবর্ধনা দিয়েছে। মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকরা বিশেষ অবদান রেখেছেন। অভিভাবক ও শিক্ষক সমাজকে শুধু ভালো রেজাল্ট নয়, ছাত্রদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply