এইবেলা, ভ্রাম্যমান প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটিতে সরাসরি আওয়ামীলীগ ও ফ্যাসিস্টদের সুবিধাভোগী ব্যক্তিদের অর্ন্তভুক্ত করে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ খাঁন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে মো: ফরিদ খান উল্লেখ করেন, গত ১৯ মার্চ ভুকশিমইল ইউনিয়নে বিএনপির ২নং ওয়ার্ড কমিটি কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে তাদেরকে (সাবেক সভাপতি-সম্পাদক) না জানিয়ে ২নং ওয়ার্ড কমিটি গঠন এবং ভোটার লিষ্ট প্রকাশ করা হয়। কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর দেখা যায় যে, আওয়ামীলীগ-যুবলীগের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীকে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে। তাৎক্ষণিক তিনি এবং সাবেক সাধারণ সম্পাদক শেফুল মিয়া গিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক আফজাল হোসেন সাইদ ও যুগ্ম আহয়বায়ক আব্দুল বাছিতকে বিষয়টি মৌখিকভাবে অবগত করেন।
উনারা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে, আওয়ামীলীগ ও ফ্যাসিস্টদের সুবিধাভোগী এবং বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে উক্ত কমিটিতে বিএনপির সক্রিয় কর্মী ও ত্যাগীদের নাম অর্ন্তভূক্ত করা হবে। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, পরবর্তীতে দেখা যায় ২নং ওয়ার্ড বিএনপির ঘোষিত ভোটার লিষ্টে (ভোটার নং- ০৪, ২০, ২১, ২৪, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৭, ৩৯, ৪৪, ৪৫, ৪৮, ৫০) এরা চিহ্নত আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগের নেতাকর্মী। বিষয়টি নিয়ে তারা খুবই মর্মাহত হয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক বরাবর লিখিত অভিযোগ দেন।
ভূকশিমইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ফরিদ খান মুঠোফোনে বলেন, ভুকশিমইল ইউনিয়নের ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ লিষ্টেড আজির উদ্দিন, বদর মিয়া ও সুমন মিয়াকে বিএনপির কমিটিতে রাখা হয়েছে। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগের আরও লোকজনকে সম্পৃক্ত করে তাদেরকে পুর্নবাসিত করা হচ্ছে। অথচ ত্যাগীদেরকে বাদ দিয়ে ফ্যাসিস্টদের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা আহ্বায়ক কমিটির কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায় নি। এতে তারা খুবই মর্মাহত হয়েছেন।
কমিটিতে জামায়াতের কেউ আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ফরিদ খান বলেন, জামায়াতের লিষ্টেড বা পরিচিত কোন নেতা নেই। তবে একজনের নাম থাকলেও তিনি জামায়াতের কোন তালিকাভুক্ত নেতা-কর্মী নন।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন বলেন, কাউন্সিল সম্পন্ন হওয়ার পরে তাদের অভিযোগের একটি কপি পেয়েছি। আগে পেলে ব্যবস্থা নেওয়া যেত। এরপরও বিষয়টি নিয়ে অন্যান্য নেতৃবৃন্দের সাথে জরুরিভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply