এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মধুচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মধুচাষী, কুটির শিল্প ও ক্ষুদ্র নৃ-গোষ্টীদের জীবনমান ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে মধুচাষী মঙ্গল মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দেক আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র কুটির শিল্প সমিতির সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজ, মধুচাষী উদ্যোক্তা পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ বাবুল প্রমুখ।
মতবিনিময় সভায় মধুচাষীরা বলেন, মধুচাষের জন্য কমলগঞ্জ উপজেলা একটি উজ্জ্বল সম্ভাবনাময় এলাকা। এ উপজেলায় পাঁচ শতাধিক মধুচাষী রয়েছে। বছরে কোটি টাকার অধিক মধু বিক্রি হয়ে থাকে। এজন্য মধুচাষীদের জন্য সরকারী পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের দাবী জানান। এছাড়া মধুর ব্র্যান্ডিং জোন করার দাবী জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনারসহ অতিথিবৃন্দ মধু চাষ প্রকল্প ঘুরে দেখেন এবং উপজেলার মধুচাষের উন্নয়নে সর্বত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রকৃত মধুচাষীদের জন্য বিনামূল্যে মধু চাষের বাক্স প্রদানের ঘোষণা দেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply