ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, যত্ন করলে রত্ন মিলবে মহিলা কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ সহকারে যত্ন করে পড়ালেখা করলে এবং রত্ন অর্থাৎ সফলতা পাওয়া যাবে। ইসলামের শিক্ষা হচ্ছে, জ্ঞানীর ঘুম মুর্খের ইবাদতের চেয়ে উন্নত। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।
ইসলামের এ শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়তে শিক্ষকদের সেবার মানষিকতা নিয়ে নিরলসভাবে কাজ করা দরকার। মনে রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, পাঠ্যসূচী, বই পৃথিবির সবখানে প্রায় সমান। শুধু শিক্ষকরা আন্তরিক হলেই শিক্ষার্থীরা তাদের মেলে ধরতে পারবে। আমি চাই আমাদের সন্তানরা ভালো কলেজে পড়ুক, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। শিক্ষকতাকে পেশা নয়, বরং নেশা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, সে দায়িত্ব আপনারা শিক্ষকরা নিতে হবে।
তিনি বৃহস্পতিবার বেলা ১টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অর্পনা চৌধুরী এবং প্রভাষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, নীশেন্দু পোদ্দার, ইব্রাহিম কয়েছ, শিক্ষার্থী আফিয়া আহমেদ, নাজমিন নাহার, ফাতেমা সানজিদা। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন
শিক্ষার্থী আনিসা জাহান তানজিদা, গীতা পাঠ করেন সুচিত্রা রাণী দেব।
পরে জেলা প্রশাসক সারওয়ার আলম দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনসূচি অনুযায়ী, দুপুর ২টায় তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইটায় থানা, ৩টায় সাবরেজিস্টার অফিস এবং সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply