এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধূ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য বাহাউদ্দীন বাহারের স্ত্রী। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে গৃহবধূ নিজ ঘরে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে গৃহবধূটি নিজ ঘরে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply