ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র জাউয়াবাজারে আবারও আদালত অবমাননার অভিযোগ উঠেছে। লন্ডন প্রবাসী গুলনাহার বেগমের নেতৃত্বে একদল লোক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানকোটা দখলের চেষ্টা চালানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায়র জাউয়াবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গুলনাহার বেগম ও তাঁর সহযোগীরা রওশন খান সাগরের মালিকানাধীন দোকানকোটা জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। এ খবর পেয়ে দোকান মালিক রওশন খান সাগর ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করলে গুলনাহার বেগমের লোকজন পালিয়ে যায়। পরে বাজারে বিশৃঙ্খলা এড়াতে ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আদালতের নির্দেশ অমান্য না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে।
জানা যায়, দরগাপাশা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের মৃত হিরণ খানের ছেলে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রওশন খান সাগরের সঙ্গে পাইগাঁও গ্রামের মৃত চমক আলীর স্ত্রী, লন্ডন প্রবাসী গুলনাহার বেগমের বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও প্রতিপক্ষ একাধিকবার দোকান দখলের চেষ্টা চালিয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর গুলনাহার বেগমের ছেলে নুরুল আলী ও সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হয়। পরে ভুক্তভোগী রওশন খান সাগর বাদী হয়ে ছাতক থানায় মামলা (নং-২০(৩১২)/২৫, তারিখ: ১৮/১০/২০২৫) দায়ের করেন। তবে আসামিরা জামিন নিয়ে বেরিয়ে আসার পর আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ২৯ অক্টোবর তালাবদ্ধ দোকানে নতুন সাইনবোর্ড টানিয়ে জবরদখলের চেষ্টা চালায়।
জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমদ বলেন, “উচ্চ আদালতের নির্দেশে রওশন খান সাগর দোকানকোটায় অবস্থান করছেন। কিন্তু গুলনাহার বেগমের লোকজন বারবার ভাড়াটে সন্ত্রাসী এনে হামলা চালাচ্ছে, এতে বাজারের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে।”তিনি আরও বলেন, “২০২২ সালেও একইভাবে আদালতের নির্দেশ অমান্য করে দোকান দখলের চেষ্টা চালানো হয়েছিল, যা এখনো বিচারাধীন।”
এব্যাপারে ওসি সফিকুল ইসলাম খান বলেন, “আদালতের আদেশ অমান্য করে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।”স্থানীয় ব্যবসায়ীরা আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply