ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন— “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নির্বাচিত হলে মোল্লাপাড়া সহ পুরো এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”
গত শুক্রবার রাতে ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ধানের শীষ প্রতিকের সমর্থনে জনসংযোগ ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের ধানের শীষের প্রার্থী। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা চাই। আমার কারণে কোনো মানুষের ক্ষতি হবে না—এই অঙ্গীকার আপনাদের দিচ্ছি।”
মিলন আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি ছাতক ও দোয়ারাবাজার বিএনপির ঐক্যের কথা উল্লেখ করে বলেন, “আমরা ঐক্যবদ্ধ। সকলে মিলেমিশে মাঠে কাজ করলে বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষ প্রতিকের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
সভায় বিএনপি নেতা শের আলীর সভাপতিত্বে এবং সাইফুর রহমান সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রচারণা সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিএনপি নেতা মোস্তাব আলী ও নেছার আহমেদ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত,তানিমুল ইসলাম মো. শফি উদ্দিন, বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, বাবুল মিয়া মেম্বার-২, মেহেদী হাসান সোনা মিয়া, পিয়ারা মিয়া, আব্দুল্লাহ সর্দার, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, ফয়জুল আহমদ পাবেল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল করিম চন্দন, তোফায়েল খান বিপন, আব্দুল কাদির বাবুল, ইমরান হাসান, দিলোয়ার হোসেন ইমরান, শাওন আহমদ, আব্দল্লাহ আল সনি, মো. দেলোয়ার হোসেন, বদরুল আলম, সাইদুল হক রাহেল প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা জনসংযোগ করে ধানের শীষ প্রতিকের সমর্থনে প্রচারণা চালান এবং ঘরে ঘরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
নির্বাচন ঘনিয়ে আসায় মোল্লাপাড়া এলাকায় দিন দিন প্রচারণার উ热তা বাড়ছে এবং মিলন সমর্থকদের উপস্থিতি সভাস্থলকে উৎসবমুখর করে তোলে।###
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply