
এইবেলা কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় কিন্টার গার্ডেন টিচার্স ফোরাম (কেটিএফ) কর্তৃক আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলার কেটিএফ নিবন্ধনভুক্ত ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেণির ৫৪৯ জন শিক্ষার্থী অংশ নেন।
শনিবার (২২ নভেম্বর) নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৫শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মেধা যাচাই পরীক্ষায় অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।
কেটিএফ সভাপতি সুজিত দেব ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক আবুল মনসুর বলেন, কোমলমোতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন শুরু হলো। শিক্ষার গুণগত মানন্নোয়ন ও তাদের উৎসাহ-উদ্দীপনা প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ় আশাবাদী। ভবিষ্যতেও এটি চলমান থাকবে বলে তারা আশ্বস্ত করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, প্রাক্তন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কেটিএফ জেলা সভাপতি ইমরান আহমদ মজুমদার, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন কবির, শিক্ষানুরাগী নির্মাল্য মিত্র সুমন, আবু সাদেক, কেটিএফ সহসভাপতি সৈয়দ জাবির হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবুল হোসেন, ফেরদৌসুর রহমান, ক্লাস্টার সেক্রেটারি ঝুমা রানী নাথ ও মাহবুব খান প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply