বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিশাল রোডমার্চ
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজার – ২ (কুলাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিশাল রোডমার্চ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজাকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল ২৩ নভেম্বর রোববার বিকেলে।
উপজেলার ব্রাক্ষণবাজার মিশন চৌমুহনী থেকে শুরু হয়ে টিলাগাঁও, পৃথিমপাশার রবিরবাজার, রাউৎগাঁও ঘুরে কুলাউড়া শহরে এসে শেষ হয় রোডমার্চ। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে এডভোকেট আবেদ রাজাকে দেওয়ার দাবিটি। তৃণমূলের অনেক নেতাকর্মী ও সমর্থকরা বলেন, দলের দুঃসময়ে আমরা যাকে পেয়েছি তিনি হলেন আবেদ রাজা। ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের সময় দলের ব্যানারে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি (আবেদ রাজা) অগ্রভাগে ছিলেন।
কর্মসূচী শুরুর প্রাক্কালে আবেদ রাজা বলেন, আমি বারবার জেল কেটেছি। ম্যাডাম জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলন করেছি। ১৭ বছর পুলিশি নির্যাতন হামলা মামলা উপেক্ষা করে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। কখনো পিছপা হইনি। কিন্তু প্রাথমিক ঘোষিত তালিকায় শওকতুল ইসলাম শকু নামে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি বেশির ভাগ সময়ই প্রবাসে বসবাস করেছেন। তার উপর কোন মামলা নেই। রাজপথে তিনি ছিলেন না।
কিছুদিন পূর্বে উপজেলা বিএনপির কাউন্সিলে তিনি সভাপতি পদে পরাজিত হয়ে লন্ডনে পাড়ি দেন। তাকে নমিনেশন দেওয়ায় হতাশ শুধু কুলাউড়াবাসী হননি, কেন্দ্রীয় নেতৃবৃন্দও হতাশ। মনোনয়ন বোর্ড ১৭ বছরের আন্দোলন সংগ্রাম বিবেচনায় নিয়ে কুলাউড়ার বিএনপির তৃণমূলের জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন বিবেচনা করে আমি আবেদ রাজাকে কুলাউড়া আসনে ধানের শীষ প্রতীক তুলে দিবেন। রোড মার্চের শুরুতে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, বিএনপি নেতা বদরুল হোসেন খান, শেখ শহীদুল ইসলাম, এ এন এম খালেদ লাকি প্রমুখ। ##
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply