বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অসচ্ছল চার পরিবারকে উপহারস্বরূপ ছাগল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে মানবিক এ কার্যক্রম সম্পন্ন করেছে নিসচা’ বড়লেখা উপজেলা শাখা।
নিসচা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান ও প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের যৌথ সঞ্চালনায় ছাগল বিতরণের সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, আঞ্জুমানে আল ইসলাহ’র সাধারণ সম্পাদক সাহেদ আহমদ জুয়েল, উপজেলা জমিয়তে উলামায়ের ছাত্রকল্যাণ সম্পাদক মুফতি হাসান আহমেদ, মৌলভীবাজার জেলা চেম্বার অব কমার্সের সদস্য আব্দুস সামাদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা পৃষ্ঠপোষক তারেক আহমদ ও নাজিম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যকরী সদস্য মাছুম আহমদ ছুনু, সাব্বির আহমদ আবির, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply