ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার বিকালে (১৮ জানুয়ারি) কমিটির নিবাচন অনুসন্ধান বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।
এ নোটিশে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ২৫ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়—জামায়াত প্রার্থী আব্দুস সালাম ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন।
একই সভায় চেয়ারম্যান সুফি আলম সোহেলও উন্মুক্ত ভাবে ওই প্রার্থী ও প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। ভিডিওটি এডভোকেট সুফি আলম সোহেলের নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হওয়ার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।
ভিডিওটি পর্যালোচনা করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি স্বতঃপ্রণোদিত হয়ে অনুসন্ধান শুরু করে। অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হয়।
এ কমিটির ভাষ্য অনুযায়ী, এমন গণসংযোগ নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ৪ ও ১৮ বিধি লঙ্ঘন। বিধি অনুযায়ী, ২২ জানুয়ারি ২০২৬ এর আগে কোনো প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ প্রচারণা চালাতে পারবেন না।
এ অবস্থায় জামায়াত প্রার্থী আব্দুস সালাম এবং চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলকে আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—তা স্পষ্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যথায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।এ ঘটনার সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে একই তারিখে ৭ নম্বর ওয়ার্ড (মধ্য গণেশপুর) ইউপি সদস্য সাজ্জাদুর রহমানকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া আদেশের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, ছাতক থানা পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের কাছে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্তদের ঠিকানায় নোটিশ জারি করে এর প্রতিবেদন ২৫ জানুয়ারির মধ্যে কমিটির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন কমিটির চেয়ারম্যান বিচারক মো. ইমরান হোসেন এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply