ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদের পক্ষে গণজোয়ার আরও বিস্তৃত হচ্ছে।
গ্রামের পর গ্রাম, পাড়া থেকে মহল্লায় চলছে তার ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধানের শীষের পক্ষে গ্রাম-গঞ্জে পাড়া-মহল্লায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন ও নিরাপত্তা চায়। আমি নির্বাচনে একজন প্রার্থী হিসেবে এই এলাকার সকল শ্রেণি-পেশার ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে সুনামগঞ্জ–৫ আসনের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন, ভাঙ্গা যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবনমান উন্নয়নই আমার অঙ্গীকার।
স্থানীয় বিশিষ্ট মুরব্বি ও সাবেক বিএনপি নেতা রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় ছিল জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান হিরা এবং বিএনপি নেতা চেরাগ আলী।
সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রিপন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল,ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ,উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, উত্তর খুরমা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব ছালেক মিয়া তালুকদার, বিএনপি নেতা সাদ মিয়া, ফজলুল হক রনি,আবুল কালাম, নিজাম উদ্দিন,ফরিদ আহমদ, সাইফদ্দীন। মানিক মিয়া, সিরাজুল, সারব আলী, আব্দুস ছোবহান, আফরোজ আলী, যুবদল নেতা সামছ উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সভায় নির্বাচনী গান পরিবেশন করেন বিএনপি নেতা জাহিদ হোসেন, যা জনসমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। গণসংযোগে সাধারণ মানুষের বিপুল সাড়া আলমপুর, গিলাছড়া, হামিদপুর, তকি
এ সময় তিনি বলেন,সুনামগঞ্জ–৫ আসন বহু বছর ধরে অবহেলিত। এখানকার উন্নয়ন থেমে গেছে। আমি নির্বাচিত হলে রাস্তা–ব্রিজ নির্মাণ, ড্রেজিং নিয়ন্ত্রণ, কৃষিজমি রক্ষা, শিক্ষা–স্বাস্থ্যসেবা উন্নয়নসহ সামগ্রিক অগ্রগতির কাজ হাতে নেওয়া হবে। ধানের শীষে ভোট দিলে আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টাই হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতারা। নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে উত্তাপ সৃষ্টি হয়েছে। বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলনের পক্ষে ব্যাপক গণজোয়ারের ফলে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ ও আলোচনার ঝড় বইছে। পাহাড়ি জনপদ থেকে হাওরাঞ্চল—সবখানেই চলছে ধানের শীষের পক্ষে প্রচার–মিছিল, পথসভা, গণসংযোগ। বিএনপি নেতারা দাবি করছেন, সুনামগঞ্জ–৫ আসনে জনগণের মন পরিবর্তনের হাওয়া বইছে এবং ভোটাররা ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে আগ্রহী।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।###
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply