এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স।
২৬ নভেম্বর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলবাড়ী চা বাগানের ১০০ চা শ্রমিক ও বিকাল ৩টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নুরজাহান চা বাগানের ১০০ চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
ব্রেকিং দ্যা সাইলেন্স, শ্রীমঙ্গল এর প্রকল্প সমন্বয়কারী চাঁদনী রায়ের সভাপতিত্বে ও আলোয় আলোয় প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাইফুর রহমান সায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, নুরজাহান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালী প্রমুখ। বিতরণকৃত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১টি ঢাকনাযুক্ত বালতি, ২টি এন্টিসেপটিক সাবান ও ৪ টি করে মাস্ক ছিল।#
Leave a Reply