এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের রাজারহাটে হোরোইন ও ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় রাজারহাট সদর ইউনিয়নে দুধ খাওয়া গ্রামের মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুসের বাড়ী থেকে ২৫পিস ইয়াবা, দেড়শ গ্রাম হিরোইন, ৪ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৫০০টাকা সহ আবদুল কুদ্দুস( ৪০) ও রুবেল (২৫) কে মাদক সেবন অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করে । স্থানীয় সুত্রে জানাযায় আবদুল কুদ্দুস দীর্ঘদিন থেকে বাড়ির পাশে ওষুধ ব্যবসার আড়ালে এই মাদকের কারবার করে আসছিলেন।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, রাজারহাট উপজেলা থেকে মাদক নির্মূল করতে একে একে সব মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার করা হচ্ছে। কুদ্দুস ওই এলাকার বিখ্যাত মাদক ব্যবসায়ী ছিল। ৪ডিসেম্বর শুক্রবার সকালে গ্রেফতারকৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply