এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেছেন সম্ভ্যাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আবু মোহাম্মদ। শুক্রবার (১১ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়ার একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় করেন তিনি।
আয়োজিত মতবিনিময়ে বিশেষ আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উছমান খান ফয়েজ, জয়চন্ডী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুমিন, সহ সভাপতি বিশ্বজিৎ দাস, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও জাকির হোসেন লিটন, ২ নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক দিলাল আহমদ প্রমুখ।
জেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য, জয়চন্ডী ইউনিয়নে সম্ভ্যাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আবু মোহাম্মদ জানান, যেহেতু আমি একজন যুবলীগকর্মী তাই প্রথম অবস্থায় আমার নিজ ইউনিয়নের যুবলীগের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেছি। তাঁরা সকলেই সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply