এইবেলা, বড়লেখা ::
বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর-ইটাউরী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন বিএসএস (বন্ধন) ব্রিকস ফিল্ডে কয়েক বছর ধরে প্রকাশ্যে কাঠ পুড়িয়ে ইট তৈরী হচ্ছে। বনাঞ্চল উজাড় করে সংগৃহীত কাঠ পুড়িয়ে ইট তৈরীতে এলাকায় ধুলোবালি আর বিষাক্ত ধোয়ার সৃষ্টি হচ্ছে। ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা অভিযান চালিয়ে অবৈধ কাঠ পুড়ানোর দায়ে এ ব্রিকস ফিল্ড মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
দৌলতপুর-শাহবাজপুর সওজ রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন বিএসএস ব্রিক্স ফিল্ডে বেশ কয়েক বছর ধরে ইট পুড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে সরকারী-বেসরকারী বনাঞ্চলের ব্যাপক কাঠ। অফিস বাজারের আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন অবৈধ কাঠ ব্যবসায়ী এ ফিল্ডে কাঠ সাপ্লাই দেন। ব্রিকস ফিল্ডের অদুরেই রয়েছে হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসা, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা, কবিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক মসজিদ ও বাজার। কাঠ পুড়ানোর কারণে মারাত্মক বায়ুদুষন হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ ইট ভাটায় অভিযান চালায়। অভিযানকালে ওই ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে বন্ধন ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার হালদার ও এসআই মো. আবু সাঈদ সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, ইট ভাটায় কাঠ পুড়ানো সম্পুর্ণ নিষিদ্ধ স্বত্ত্বে বন্ধন ব্রিকস ফিল্ড কাঠ পুড়াচ্ছিল। প্রচুর কাঠ মজুত থাকতেও দেখা যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধভাবে কাঠ পুড়ানোর অপরাধে বন্ধন ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply