কুলাউড়া পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রীকে প্রচারনাকালে অবরুদ্ধ করে রাখা হয়েছে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজ বাসায় এক জরুরী সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ২০ দলীয় জোটের শীর্ষ নেতা সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী আব্বাস খাঁন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, সহ-সভাপতি আলহাজ¦ শওকতুল ইসলাম শকু, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ এবং তার স্ত্রী শাফিয়া চৌধুরী।
সংবাদসম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার ১৪ জানুয়ারি দুপুরে বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রী শাফিয়া চৌধুরী বিএনপির কয়েকজন কর্মী সমর্থক নিয়ে ৫নং ওয়ার্ডের রেলকলোনী এলাকায় গণসংযোগে গেলে তাকে প্রচারনায় বাধা দিয়ে একটি দোকানঘরে অবরুদ্ধে করে রাখে। এছাড়াও বিএনপির একজন কর্মীর চাদর কেড়ে নেয় এবং পোস্টার ছিড়ে ফেলে নৌকা মার্কার কর্মিরা।
সংবাদ সম্মেলনে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান বলেন, কুলাউড়ার রাজনৈতিক শিষ্টাচার রয়েছে। আমরা আশাকরি ভোটের শেষ সময়ে এসে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ভূমিকা পালন করবেন। নিরপেক্ষ নির্বাচনে হলে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#
Leave a Reply