এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্টিত হয়েছে ১৬ জানুয়ারী। নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জুয়েল আহমদ ২য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র নির্বাচিত হওয়ার ২য় দিনে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য নির্বাচনের সময় শহরে টাঙ্গানো পোস্টার অপসারণের কাজে নামলেন নবনির্বাচিত মেয়র মোঃ জুয়েল আহমেদ।
সোমবার ১৮ জানুয়ারি সকালে কমলগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের ও সকল প্রার্থীদের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়রের সঙ্গে উনার সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।
২য় বারের মতো নবনির্বাচিত কমলগঞ্জের মেয়র মোঃ জুয়েল আহমদ বলেন, ‘নিজের ও সকল প্রার্থীদের পোস্টার অপসারণের মাধ্যমেই এ কর্মসূচির উদ্বোধন করলাম। কেননা ল্যামিনেটিং করা পোস্টার পরিবেশ দূষণ করবে। এগুলো পচবে না। এবারের নির্বাচনে নৌকার বিশাল বিজয় হয়েছে। এটা পৌরবাসীর সফল প্রচেষ্টার ফসল। গতবারের মতোই আগামী ৫ বছর পৌরসভা পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply