কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চলাচলের রাস্তা দখল করে দোকান ও বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সাজিয়ে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে দেখা যায় একটা প্রতিযোগীতার মতো বাজারের দুপাশে দেখা যায়,দখলদারিত্বের কারণে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে বাজার করতে আসা কলেজ পড়–য়া ছাত্র, ছাত্রী, নারী কর্মজীবী, গৃহিণীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া এসব ব্যবসায়ীদের কারনে অতিষ্ঠ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।
বাজার করতে আশা কয়েকজন অভিযোগকারী বলেন, ‘পৌর এলাকার সবচেয়ে বড় বাজার হলো ভানুগাছবাজার। তবে এ বাজারের বাসিন্দা ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কেনাকাটার জন্য প্রতিদিন অনেক নারী-পুরুষ,স্কুল পড়–য়া ছাত্র,ছাত্রীরা আসেন। এদিকে আবার দেখা যায়,সবজি ও মাছের বাজারে চলাচলের রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। ফলে ময়লা-আবর্জনায় চরম দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে রোগের প্রকোপ ও ভোগান্তির দেখা দিয়েছে। ফলে করোনাকালীন সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া, এনজিও চাকরি করা নারী কর্মীদেরও গাঁ ঘেষাঘেষি করে চলাচল করতে হচ্ছে।’
অভিযোগের বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী জানান, বাজার ইজারাদারকে নিয়মিত টাকা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভানুগাছ বাজারের ইজারাদার বলেন,‘রাস্তায় ব্যবসাপ্রতিষ্ঠান যাতে না বসে সেজন্য আমরা তাদের বলেছি।কিন্তু তারা কিছুতেই নিয়মের ভেতরে কাছ কাজ করছেন না। তারপরও বিষয়টি নিয়ে আমরা কথা বলব।’
ভানুগাছ বাজার পৌর বণিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সফি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরাও শিগগিরই একটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত সরেজমিন গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply