এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় শমশেরনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শংকর রাজভর, সম্পাদক রতন বর্মা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সম্পাদক নির্মল দাশ পাইনকা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রামস্বামী রাজভর, বাগান পঞ্চায়েত সভাপতি নৃপেন্দ্র বাউরী, সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ।
এদিকে মঙ্গলবার দুপুরেরে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজসেবামূলক সংগঠন অংকুরের আয়োজনে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অংকুরের সভাপতি রাহাত আদনান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। অংকুরের সাধারণ সম্পাদক সাদী হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, সমাজসেবক নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ । #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply