এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি চা বাগান থেকে ১০৩ লিটার চোলাই মদ ও ২০ লিটার ওয়াশ (তৈরীর উপকরণ)সহ এক নারীকে পুলিশ আটক করেছে। আটক নারী কানিহাটি চা বাগানের অফিস লাইনের মৃত আনন্দ মৃধার স্ত্রী স্বরসতি মৃধা (৪০)। শনিবার বেলা ২টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মো, মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই মো. শাহ আলম, এ এস আই এনামুল হকসহ পুলিশের একটি দল কানিহাটি চা বাগানে নারীর বসত ঘর থেকে তাকে আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, কানিহাটি চা বাগানে একটি চক্র নিয়মিত দেশী চোলাই মদ তৈরী করে বিক্রি করছে। এ অভিযোগে শনিবার আকস্মিক কানিহাটি অফিস লাইন এলাকায় স্বরসতি মৃধার বসতঘরে অভিযান চালিয়ে ১০৩ লিটার ঘরে তৈরী চোলাই সহ তৈরীর উপকরণ ২০ লিটার ওয়াশ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ জব্দ করে স্বরসতি মৃধাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মো, মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটক নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply