এইবেলা, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় অস্ত্র, জিহাদী বই, লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” এর এক সদস্যকে আটক করেছে র্যাব-৯।
গত সোমবার ০১ মার্চ দিবাগত মধ্যরাতে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যান এলাকা থেকে অস্ত্রসহ কামরুজ্জামান লিটন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পার্কের ২ টি টিলার মধ্যবর্তী ফাঁকা জায়গায় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গিসংগঠন “আনসার-আল-ইসলাম”এর কতিপয় সক্রিয় সদস্যরা অবস্থান করছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর আভিযানিক দল অভিযান পরিচলানা করে মোঃ কামরুজ্জামান লিটন (৩৬)-কে ১টি বিদেশী রিভলবার, ২৬টি জিহাদি বই, বিপুল সংখ্যক আইন শৃংখলা বিরোধী লিফলেটসহ কামরুজ্জামানকে আটক করে।
এ সময় অন্যান্য জঙ্গী সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তারা দেশের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আনসার-আল-ইসলাম” শক্তিশালী করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীর বাহিরে থেকে নাশকতামূলক পরিকল্পনা করার জন্য সমবেত হয়েছে এবং সে বিভিন্ন জেলা থেকে অর্থ সংগ্রহ ও কর্মী সংগ্রহের কাজ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীকে জিঞ্জাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাতবিলাকুলছাড়া গ্রামের মো: উম্মত আলী মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে আটক জঙ্গী সদস্যকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১টি বিদেশী রিভলবার ও ২৬টি জিহাদি বই, লিফলেটসহ কামরুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। #
Leave a Reply