এইবেলা, বড়লেখা ::
বড়লেখা জনমিলন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় সাড়ে ৭ বছর পর নির্মাণ কাজ শেষ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই অডিটোরিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারী সফরে গিয়ে এই জনমিলনায়তন কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটি এর প্রায় ৩ বছর পর নির্মাণ কাজ শুরু করে। কয়েক দফা সময় বর্ধিত করেও কাজ সম্পন্ন করেনি। তৃতীয় দফা বর্ধিত সময় ২০১৮ সালের ৩০ জুন নির্মাণ কাজ সম্পন্নের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ‘এফ.টি এন্ড জে.বি কনষ্ট্রাকশন’ কাজ সম্পন্নে আরো প্রায় আড়াই বছর সময় দীর্ঘায়িত করেছে।
নবনির্মিত জেলা পরিষদ জনমিলনায়ন কেন্দ্রের উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোদেজা খাতুন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply