বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বইমেলা। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বড়লেখা নজরুল একাডেমী তৃতীয় বাবেরর মতো এ বইমেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে ৮ জন স্থানীয় লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বইগুলো হচ্ছে- কুলাউড়া সরকারী এনসি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমান উল্লাহর কাব্যগ্রন্থ ‘ফেরিওয়ালা’, ফারজানা ইসলাম লিনুর ‘অমরত্বের প্রত্যাশা নেই’, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র দাসের ‘গল্প মঞ্জুরী’, মৃনাল কান্তি দাসের ‘মেসেঞ্জারের মহাকাব্য’, অপু দাসের ‘জীবন কাব্য’, প্রদীপ চক্রবর্তীর ‘আনন্দপুরে ভুতের কান্ড’, এম আশরাফুর রহমানের ‘আলোর পথে ফেরা’ ও সাইফউল্লাহ মনসুর ইসহাকের ‘বিজ্ঞানী মন্টু’।
নজরুল একাডেমীর সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে উপদেষ্ঠা ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন এবং উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন মাস্টারের যৌথ পরিচালনায় ৮ লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বইমেলার উদ্বোধনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার আবু সাদেক আব্দুল্লাহ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, জুড়ী টিএন খানম ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, প্রথমআলোর জেলা প্রতিনিধি সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, বড়লেখা সরকারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নিয়াজ উদ্দীন, পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক লিটন শরীফ, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন প্রমুখ।#
Leave a Reply