কমলগঞ্জ প্রতিনিধি ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহের অধিকার নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের আয়োজনে সোমবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় ভাই ভাই রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আং রহমান, কবি শহীদ সাগ্নিক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম চৌধুরী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সভার শুরুতে দিবসের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। সভায় আলোচকরা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহের অধিকার নিশ্চিত করা এবং আইসিটি এ্যাক্টের ৫৭ ধারা বাতিল সহ সকল ধরণের হয়রানি মূলক মামলা হামলা প্রত্যাহার, করোনাকালীন প্রকৃত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়। সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply