কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ভানুগাছ দেবনাথ সমিতির সাবেক সভাপতি গোপেশ চন্দ্র দেবনাথ (৮২) রোববার (৬ জুন) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আদমপুর ইউনিয়নের নইনারপারস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুর ২টায় দীর্ঘদিন কর্মরত এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে। বিকাল ৪ টায় সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানে সমাহিত করা হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র দেবনাথ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রধান শিক্ষক সমিতি, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, উপজেলা সহকারী শিক্ষক সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভানুগাছ দেবনাথ সমিতি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু তৈয়ব কালাম, প্রধান শিক্ষক পদ্ম মোহন সিংহসহ বিভিন্ন সংগঠন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply