কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকার মতবিরোধে রাতের আধাঁরে বখাটে যুবকের রডের আঘাতে পা ভেঙ্গে প্রায় ১মাস ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন পৌর এলাকার গোপালনগর গ্রামের সংখ্যালঘু দিনমজুর বৃদ্ধ সঞ্জয় কুমার দেব। আহতের সন্তান প্রায় ১মাস যাবত এলাকার মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে অবশেষে কমলগঞ্জ থানায় বুধবার (২৩ জুন) রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কমলগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের সংখ্যালঘু মৃত অভিন্ন চন্দ্র দেবের ছেলে সঞ্জয় চন্দ্র দেবের সাথে প্রতিবেশি ছাদ্দাম মিয়ার ছেলে মোর্শেদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে পাওনা টাকার মতবিরোধ চলছে। এ নিয়ে মাসখানেক পূর্বে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে পথরোধ করে এলোপাথারী হামলা চালায় প্রতিপক্ষ মোর্শেদ মিয়া ও তার মা নুরুন বেগম। এতে গুরুতর আহত সঞ্জয় চন্দ্র দেবকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রতিপক্ষের হামলায় সঞ্জয় চন্দ্র দেবের ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পায়ের সম্পূর্ণ চিকিৎসা না করেই বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নেওয়ার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎকরা পরামর্শ দিয়েছেন। কিন্ত অর্থ সংকটের কারণে উন্নত সেই চিকিৎসা করানোও তাদের জন্য দুঃসাধ্য বিষয় বলে জানান তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে আহতের ছেলে ঝুমন দেব জানান, বিষয়টি স্থানীয় লোকজনকে অবগত করেও কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে বুধবার (২৩ জুন) রাতে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন। মামলার আয়ু কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক আলাউদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply