বিয়ানীবাজার প্রতিনিধি ::
করোনাভাইরাস সংক্রমন রোধে দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের মধ্যেও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিলেটের বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্ত:ত ৫০ জন আহত হয়েছেন। সড়কে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আলীনগর বাজারে আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় আলীনগর বাজারে সড়কের পাশে গাড়ি পার্কিং নিয়ে টিকরপাড়া গ্রামের বাসচালক নজর উদ্দিনের সাথে আলীনগর এলাকার যুবক মোসাদ্দেক আলী সাথে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওইদিন আলীনগর বাজারের কয়েকটি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন দু’পক্ষের লোকজন। ওই ঘটনার জের ধরে শনিবার সকালে আলীনগর গ্রামের দুই যুবক মামুন আহমদ ও এলিম আহমদকে একা পেয়ে পিটিয়ে আহত করেন টিকরপাড়া গ্রামের কয়েকজন যুবক। এরপর এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪৫ জন আহত হন। এসময় দু’পক্ষের লোকজন আলীনগর বাজারে বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করেন তারা। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সিলেটের জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ বন্ধ হলেও ওই এলাকায় থমথমে থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, দু’পক্ষের ইটপাটকেল নিক্ষেপকালে কয়েকজন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। দু’পক্ষই কোন অভিযোগ দায়ের করেনি জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন। এদিকে, সংঘর্ষের বিষয়টি সমাধানে দু’পক্ষই সম্মতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ। তারা জানান, সংঘর্ষে আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি আরও শান্ত হলে নির্ধারিত একটি দিনে উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply