বড়লেখা প্রতিনিধি ::
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্প-কারখানা গড়ে উঠছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে কাজ করছে। আজ দেশের যে পরিবর্তন হয়েছে, তা বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলেই স্বীকার করেত হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজে সরকারের ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্রধান শিক্ষক আসুক আহমদ প্রমুখ।
পরিবেশ ও বনমন্ত্রী আরও বলেন, জুড়ীর লাঠিটিলায় এখানকার ভিলেইজারদের রেখেই দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপন করা হবে। তবে বনের ক্ষতি হলে তাদেরকে পুনর্বাসন করেই বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। তিনি পাথারিয়া পাহাড়ের বনাঞ্চল রক্ষায় সকলকে ভুমিকা রাখার উদাত্ত্ব আহ্বান জানান।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply